g মাদারীপুরে সরিষা ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ৩০শে অক্টোবর, ২০১৭ ইং ১৫ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

মাদারীপুরে সরিষা ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৮, ২০১৬

---

 

 

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের কালকিনিতে একটি সরিষা ক্ষেত থেকে গৃহবধুর লাশ উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ।
নিহত গৃহবধূ সীমা আক্তার (২৭) কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের লোকমান ফকিরের স্ত্রী।

 

dead-body-ppo

রোববার বিকেলে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কালকিনি থানার ওসি কৃপাসিন্দু বালা বলেন, ‘শনিবার দিবাগত রাত থেকেই তাকে পাওয়া যাচিছল না বলে দাবি করেছে নিহতের শ্বশুরবাড়ির লোকজন। তবে তাকে কেন হত্যা করা হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।’

এ জাতীয় আরও খবর