ব্যবসায়িকে গুলি করে টাকা ছিনতাই বংশালে
---
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বংশালে ব্যবসায়িকে গুলি করে ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ব্যবসায়ির নাম ইউসুফ। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। তিনি একজন মোটরপার্স ব্যবসায়ি।রোববার বিকেলে বংশালের ছুরিটোরা ময়লার গলি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মালমাল কেনার জন্য তিনি ঢাকায় আসেন। ময়রার গলি এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসা চার যুবক তার রিকশার গতিরোধ করে। এসময় তারা ইউসুফের টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন।ঘটনার একপর্যায়ে দুর্বৃত্তরা তার ডান পায়ে গুলি করে তার কাছে থাকা ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গুলিবিদ্ধ ব্যবসায়িকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইকারীদের সনাক্তপূর্বক গ্রেপ্তারের চেষ্টা চলছে।’