দুই শিশু নির্যাতনের ঘটনায় এক আসামির জামিন নামঞ্জুর
---
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় দুই শিশু নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলার ৭ নম্বর আসামি মাসিমের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।রোববার দুপুরে রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খন্দকার হায়দার আলী এ নির্দেশ দেন। বিচারক শুনানি শেষে আসামি মাসিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুই শিশু নির্যাতনের ঘটনার পর থেকে মাসিম পলাতক ছিলেন।
এদিকে জাহিদ ও ইমনের নির্যাতনকারীদের বিচারের দাবিতে রোববার দুপুরে কোর্ট চত্বরে মানববন্ধন করেন এলাকাবাসী। এ কর্মসূচিতে জাহিদ-ইমনের এলাকার নারী-পুরুষসহ শিশুরাও অংশ নেয়। এসময় তারা আসামিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি পবা উপজেলার বাগসারা এলাকায় জাহিদ হাসান ও ইমন নামের দুই শিশুকে মোবাইল ফোন চুরির কথিত অভিযোগে স্থানীয় রাকিবের বাড়িতে আটকে রেখে সাত ঘন্টা নির্যাতন করা হয়। এ ঘটনায় সেনা ও র্যাব সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন জাহিদের বাবা ইমরান।