চট্টগ্রামে পাহাড় ধসে দেয়াল চাপা ৪ শিশু আহত
---
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার নন্দনকানন দুই নম্বর গলিতে নির্মাণাধীন একটি ভবনের পাশের পাহাড় ধসে দেয়াল চাপা পড়ে ৪ শিশু আহত হয়েছে।রোববার দুপুর সোয়া ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ নিহত হয়নি। আহত ৪ শিশুকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিশুরা হলো মোহাম্মদ রিয়া (৬), আরিফ (৩), মেহেদী হাসান (৮) এবং সজিবুল ইসলাম (১০)।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক আবদুল মালেক জানান, দুপুর সোয়া ১টার দিকে নন্দনকানন এলাকায় পাহাড়ের পাশে নির্মাণাধীন ভবনের সীমানা প্রাচীর ধসে পড়ে। পার্শ্ববর্তী পাহাড়ের ধসের কারণে এই দেয়াল ধসে পড়ে। দেয়ালের পাশে খেলা করার সময় ৪ শিশু চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৪ শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত শিশুদের আঘাত গুরুতর নয় এবং তারা আশঙ্কামুক্ত বলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে।