g গোয়েন্দা নজরদারিতে পাঁচ বিদেশি | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৬ই আগস্ট, ২০১৭ ইং ২২শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

গোয়েন্দা নজরদারিতে পাঁচ বিদেশি

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ১৭, ২০১৬

---

vxPAFoi3k5Ksনিজস্ব প্রতিবেদক : ডিএমপি অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, ব্যাংকের এটিএম বুথে জালিয়াতির ঘটনায় পাঁচজন বিদেশি নাগরিক গোয়েন্দা নজরদারিতে রয়েছে। এদের মধ্যে একজন জড়িত।

বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি আরো বলেন, বিদেশি নাগরিকরা সবাই পূর্ব ইউরোপের একটি দেশের নাগরিক।

এর আগে বিদেশি জড়িত থাকার প্রসঙ্গে গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) মনিরুল ইসলাম বলেছেন, “বাংলাদেশের অপরাধের সঙ্গে আফ্রিকান নাগরিকদের জড়িত থাকার প্রমাণ অনেক আগেই পাওয়া গেছে। অনেককে দেশে ফেরত পাঠানো হলেও আইনগত কারণে অনেককে পাঠানো যায় না। পরে তারা জামিনে বের হয়ে আবারো বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে।”

এটিএম বুথের কারসাজিতে কোনো বিদেশি জড়িত থাকলে বিষয়টি বেরিয়ে আসবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।

গত ১২ ফেব্রুয়ারি (শুক্রবার) ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে কৌশলে টাকা তুলে নেয় দুর্বৃত্তরা। পরে জানা যায়, আরো অন্তত ২১ জন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে একইভাবে আনুমানিক ১০ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে।

বিষয়টি জানাজানি হলে ইবিএল ব্যাংকসহ একাধিক ব্যাংক এটিএম সেবা বন্ধ রাখে। অনেক ব্যাংক টাকা উত্তোলনের পরিমাণ কমিয়ে আনে। এতে বুথ থেকে টাকা উত্তোলনে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ গ্রাহকদের।

এ জাতীয় আরও খবর