g ‘নারীর সম্মান পোশাকের মাপে নয়’ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ২৪শে জুলাই, ২০১৭ ইং ৯ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

‘নারীর সম্মান পোশাকের মাপে নয়’

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৬, ২০১৬

---

Bidya-homeবিনোদন ডেস্ক : বলিউডে নারীকেন্দ্রিক সিনেমার অন্যতম অভিনেত্রী বিদ্যা বালান। সিনেমার পর্দার পাশাপাশি ব্যক্তিজীবনেও নারীদের অধিকার আদায়ের লড়াইয়ে সক্রিয়। এ অভিনেত্রী বলেন, ‘মেয়েদের সম্মান কখনও তার পোশাকের মাপ দিয়ে বিচার করা ঠিক নয়৷’

সম্প্রতি ‘ইয়ুথ ফর ইউনিটি’-এর ব্যানারে এক সমাবেশে তরুণদের উদ্দেশে এ কথা বলেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীবিদ্যা বালান৷ ভারতজুড়ে নারী নিগ্রহের ঘটনা বাড়ছে৷ এ প্রসঙ্গে বলতে গিয়ে বিদ্যা বলেন, ‘নারীদের সম্মান করা মনের ব্যাপার৷ মেয়েরা যা খুশি তা পরতে পারে৷ যে কোনোও পোশাকে আসতে পারে৷ তাতে কিছু এসে যায় না৷ নারীদের সম্মান কখনও তাদের পোশাকের মাপ অনুযায়ী হতে পারে না৷’

নিজের অভিনীত ‘ডার্টি পিকচার’ চলচ্চিত্রের উদাহরণ টেনে বিদ্যা বলেন, ‘চরিত্রের প্রয়োজনে সিনেমাটিতে খোলামেলা পোশাকে অভিনয় করেছি। এতে আমার সম্মানহানী হয়নি। কারণ আমি জানি, কি করতে যাচ্ছি।’

ইভটিজিংয়ের ঘটনা রুখতে মেয়েদের আরও সাহসী হতে বলেন বিদ্যা৷ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন যেখানে নারীর সম্মানহানির ঘটনা ঘটবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলাতে হবে।’

এ জাতীয় আরও খবর