মন্ত্রিসভা ছাড়ার বিষয়ে একমত প্রেসিডিয়াম সদস্যরা
---
মন্ত্রিসভা ছাড়ার বিষয়ে একমত হয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যরা। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ জাতীয় পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের বৈঠক শেষে দলের কো-চেয়ারম্যান জিএম কাদের এ কথা জানান। জিএম কাদের বলেন, মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন, তারা সবাই মতামত দিয়েছেন, রাজনীতির স্বার্থে বেরিয়ে আসাটা অত্যন্ত জরুরি। মাননীয় চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
আজ বেলা সাড়ে এগারোটায় বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে রওশন এরশাদসহ তার অনুসারী প্রেসিডিয়াম সদস্যদের অনুপস্থিতিতে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এতে প্রেসিডিয়ামের মোট ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে রওশনসহ নয়জন সদস্য সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই অনুপস্থিত ছিলেন। তারা সবাই দশম জাতীয় সংসদের সদস্য। বাকিরা অসুস্থতাজনিত এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে বৈঠকে অংশ নেননি।