ব্রাহ্মণবাড়িয়ায় অাসামি ধরতে যাওয়ায় পুলিশের উপর হামলা
AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৫, ২০১৬
---
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে আসামি ধরতে যাওয়ায় পুলিশের উপর হামলা চালিয়েছে আসামির স্বজনরা।ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিগে ব্রাহ্মণবাড়িয়া জেলার নন্দনপুর গ্রামে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
এ ব্যপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান, রাতে উপ-পরিদর্শক (এসঅাই) ইশতিয়াক অাহমেদের নেতৃত্বে একদল পুলিশ নন্দনপুর গ্রামে অাসামি ধরতে গেলে তাদের স্বজনরা পুলিশের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অানতে পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি চালায় এবং এ ঘটনায় আরো দুইজনকে অাটক করেছে পুলিশ।আটকৃতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়ায় জব্দকৃত মাদকদ্রব্য আগুনে ধ্বংস
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক বিক্ষোভ ভাংচুর : রেল যোগাযোগ বন্ধ : কাল হরতাল
ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন ভাঙচুরের ঘটনায় ১২শ’ জনের বিরুদ্ধে মামলা
ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে আহত ৩০, ককটেল বিস্ফোরণ
তান্ডবের পর শান্ত ব্রাহ্মণাবড়িয়া শহর
