সোমবার, ২৬শে মার্চ, ২০১৮ ইং ১২ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

বাগদাদে বোমা হামলায় নিহত ১৫, আহত ৩৮

ইরাকের রাজধানী বাগদাদে দুটি আলাদা বোমা হামলায় ১৫ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছে। শিয়াদের বার্ষিক ধর্মীয় সম্মেলনকে লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়। খবর-আল জাজিরা।
সোমবার ‘আরবাঈন’ স্মৃতি উৎসব অনুষ্ঠানের জন্য কারবালার উদ্দেশে তীর্থযাত্রীরা সায়ীদিয়াহ প্রদেশের একটি চেকপয়েন্ট ব্যবহার করে শহরে প্রবেশের সময় সেই চেকপয়েন্টে বোমা হামলা চালানো হয়। এতে নয় জন নিহত এবং ১৫ জন আহত হয়।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, নিহতদের মধ্যে চার জন সামরিক বাহিনীর সদস্য রয়েছেন।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, শহরের উত্তরাঞ্চলে শাবের আশেপাশে অপর একটি বোমা হামলায় প্রায় ছয় জন তীর্থযাত্রী নিহত ও ১৭ জন আহত হয়েছে।
এখন পর্যন্ত কেউ বোমা হামলার দায় স্বীকার করেনি।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

পুরুষদেরকে হস্তমৈথুনের দায়ে ১০০ ডলার জরিমানা আইনের প্রস্তাব!

সৌদি আরবে হুথিদের সাতটি মিসাইল হামলা, সবকটিই ভূপাতিত, নিহত ১

এবার ইউরেনিয়াম সক্ষমতা অর্জনের হুংকার সালমানের

রাশিয়ায় আগুনের ঘটনায় নিখোঁজ ৬৯ জনের ৪১ জনই শিশু

রাশিয়ায় শপিংমলে আগুন, নিহত ৩৭

ইয়েমেনে ক্ষুধার্ত শিশুদের জন্য দরকার ৩৫০ মিলিয়ন ডলার