g আগামীকাল বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ৯ই আগস্ট, ২০১৭ ইং ২৫শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

আগামীকাল বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ১, ২০১৫

---

আগামীকাল বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুগোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে। 
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ৩০ হাজার ১৯০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১৪০ আসনের জন্য পাঁচ হাজার ৫১৬জন, ‘বি’ ইউনিটে ১৯০ আসনের জন্য দুই হাজার ৮৩৫ জন, ‘সি’ ইউনিটে ২৬০ আসনের জন্য সাত হাজার ৭২৪ জন, ‘ডি’ ইউনিটে ১৬০ আসনের জন্য দুই হাজার ৭৪৯ জন, ‘ই’ ইউনিটে ৩৪০ আসনের জন্য ছয় হাজার ৩২৬ জন, ‘এফ’ ইউনিটে ২৪০ আসনের জন্য চার হাজার ৮২৭ জন এবং ‘জি’ ইউনিটে ১০০ আসনের জন্য তিন হাজার ২৫৬ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন। 
এই বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য ২১জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। সাতটি ইউনিটের অধীনে ২০ বিভাগে এক হাজার ৪৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
 
ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ, শেখ হাসিনা স্কুল এন্ড কলেজ এবং স্বর্ণকলি হাইস্কুলে অনুষ্ঠিত হবে। ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বুধবার এবং  ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা ৩ ডিসেম্বর এবং  ‘ই’,  ‘এফ’ ও  ‘জি’ ইউনিটের পরীক্ষা ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
 
এছাড়া ভর্তি পরীক্ষা ও আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট  www.bsmrstu.edu.bd  তে জানা যাবে।

এ জাতীয় আরও খবর