g সরাইলে ব্যবসায়ী নিখোঁজ, থানায় জিডি | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ২৯শে অক্টোবর, ২০১৭ ইং ১৪ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

সরাইলে ব্যবসায়ী নিখোঁজ, থানায় জিডি

AmaderBrahmanbaria.COM
আগস্ট ১৯, ২০১৫

---

স্টাফ রিপোর্টার সরাইল : ব্রা‏‏হ্মণবাড়িয়ার সরাইলে ব্যবসায়ী হোসাইন আহাম্মদ (৪০) নিখোঁজের এক সপ্তাহ পরও কোনো খোঁজ মিলেনি। হোসাইন পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামের আওলাদ হোসেনের বড় ছেলে।  তিনি গত ১২ আগস্ট ব্যাংক থেকে টাকা তোলার পর নিখোঁজ হন। এ ব্যাপারে তার পিতা আওলাদ হোসেন ব্রা‏হ্মণবাড়িয়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি ও পারিবারিক সূত্র জানায়, তিন বছর আগে হোসাইন আহাম্মদ মধ্যপ্রচ্য থেকে দেশে ফিরে বেড়তলা বাজারে সারের ব্যবসায় যুক্ত হন। এর আগে তার পিতা আওলাদ হোসেন এ ব্যবসাটি পরিচালনা করতেন। গত ১২ আগস্ট বেলা ১১ টার দিকে ব্রা‏হ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি ব্যাংক থেকে ব্যবসার কাজে ৬৫ হাজার টাকা উত্তোলন করেন হোসাইন। ওইদিন দুপুরের পর থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। সারাদিন পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরেননি। আত্মীয় স্বজন সহ সকল পরিচিত জায়গায় খোঁজেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে  ১৩ আগস্ট আওলাদ হোসেন এ ব্যাপারে ব্রা‏হ্মণবাড়িয়া সদর থানায় জিডি করেন। হোসাইনের ছোট ভাই মোবারক হোসেন (৩৩) জানান, স্ত্রী সহ তাঁর বড় ভাইয়ের ফয়জুল্লাহ (০২) ও সাইফুল্লাহ (এক মাস) নামের দুটি পুত্র সন্তান রযেছে। পরিবারের লোকজন রয়েছেন চরম উৎকণ্ঠায়।  ব্রা‏হ্মণবাড়িয়া সদর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এস আই) ইসতিয়াক আহমদ বলেন হোসাইন আহাম্মদের সন্ধানে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।

                               
      

এ জাতীয় আরও খবর