রবিবার, ১১ই জুন, ২০১৭ ইং ২৮শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

মসজিদে বোমা হামলা, নিহত ১৭, আহত ৯

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৭, ২০১৫

---

সৌদি আরবের একটি মসজিদে আত্মঘাতী  বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মৃতের সংখ্যা ১৩ বলে উল্লেখ করেছে। ইয়েমেনের সীমান্তবর্তী আসির প্রদেশের আভা শহরে বিশেষ পুলিশ বাহিনীর একটি মসজিদে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় আহত হয়েছে কমপক্ষে ৯ জন। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এল-ইখবারিয়ার বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়, নিহতদের সবাই সৌদি পুলিশের বিশেষ বিভাগ সেপশাল ওয়েপন্স অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) – এর সদস্য। মসজিদটিও সোয়াটের সদর দপ্তরের অভ্যন্তরে অবস্থিত। হামলার সময় মসজিদের ভেতর নামাজ আদায় করছিলেন সোয়াট সদস্যরা। রাষ্ট্রীয় টেলিভিশনে আরও বলা হয়, প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, হামলাকারী ব্যক্তিটি মসজিদে প্রবেশ করে নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের সংখ্যা কমিয়ে তিনি কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে বলে জানান। তিনি বলেন, একটি বিস্ফোরণ যে ঘটেছে, এটি নিশ্চিত। ঘটনাটি ঘটেছে একটি মসজিদে। তবে তিনি বলেন, ‘কারা এ হামলা চালিয়েছে, তা এখনই বলা সম্ভব নয়।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। আল-জাজিরার খবরে বলা হয়, সৌদি আরবে সাম্প্রতিক হামলাগুলোর জন্য জঙ্গিগোষ্ঠী আইএস সংশ্লিষ্ট গ্রুপগুলোকে দায়ী করা হয়। গতকালের বোমা হামলা সৌদি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সাম্প্রতিক সময়গুলোতে সবথেকে বড় হামলা। জুলাইরের মাঝামাঝি রাজধানী রিয়াদের একটি কারাগারের কাছাকাঠি নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা বিস্ফোরণ ঘটে। এতে ১৯ বছর বয়সী গাড়িচালক এবং দুই পুলিশ সদস্য আহত হয়। ৩রা জুলাই দক্ষিণ পশ্চিমের শহর তায়েফে একটি পুলিশি অভিযান চলাকালে এক পুলিশ সদস্য গুলিতে নিহত হন। ওই অভিযানে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এবং আইএস জঙ্গি গোষ্ঠীর পতাকা উদ্ধার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর