রাজ্জাক আশঙ্কামুক্ত, বিভ্রান্তি না ছড়াতে পরিবারের আহ্বান
---
দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাক এখন আশঙ্কামুক্ত। ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ডা. আদনান আল ইউসুফ ও মিডিয়া উইং প্রধান ডা. সাগুফা গতকাল এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমে এ তথ্য প্রদান করেন। তারা বলেন, নায়করাজ রাজ্জাকের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। চিকিৎসা এবং ওষুধ দুটোই সফল হচ্ছে। তারা বলেন, রাজ্জাকের শারীরিক অবস্থা নিয়ে আমরাও আশঙ্কার মধ্যে ছিলাম। কিন্তু এখন সেই আশঙ্কা নেই। তিনি দুই একদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন। প্রেস ব্রিফিংয়ে রাজ্জাকের ছোট ছেলে নায়ক সম্রাট সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমরা রাজ্জাক পরিবার অত্যন্ত মর্মাহত যে, কিছু কিছু অনলাইন পত্রিকা এবং কিছু অতি উৎসাহী ফেসবুকে বিভ্রান্তিকর খবর প্রচার করে আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। নায়করাজ রাজ্জাকের মতো একজন ব্যক্তিত্বের বিষয়ে কিছু না জেনে কিংবা আমাদের সঙ্গে যোগাযোগ না করে একটা মিথ্যা সংবাদ ছড়িয়ে দিলো কেমন করে এটা বোধগম্য হচ্ছে না। এতে বিশ্ব মিডিয়ার কাছে আমাদের অবস্থান কি দাঁড়াচ্ছে? তারাও তো বিভ্রান্ত হচ্ছে। বাংলাদেশের এত বড় একজন নায়কের মিথ্যা মৃত্যু সংবাদ নিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণায় আমরা আমাদের দৈন্যতাই তুলে ধরেছি। সাংবাদিক ভাইয়েরা কোথায় আমাদের পাশে দাঁড়াবেন, তা না করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। সম্রাট বলেন, আমরা রাজ্জাক পরিবারের পক্ষ থেকে সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কোন বিভ্রান্তি না ছড়ানোর জন্য। এদিকে আরেক জনপ্রিয় চিত্রনায়ক মেগাস্টার উজ্জল গিয়েছিলেন নায়করাজ রাজ্জাককে দেখতে। তিনি দেখা করেছেন। ইশারায় কথা আদান-প্রদান করেছেন রাজ্জাকের সঙ্গে। ইউনাইটেড হাসপাতাল থেকে বের হয়ে উজ্জল মানবজমিনকে জানান, রাজ্জাক ভাইয়ের অবস্থা আগের চেয়ে অনেক ভাল। ইশারায় আমার কাছে দোয়া চেয়েছেন। বসতে বলেছেন। ভাবীও এ সময় কাছে ছিলেন। উজ্জল বলেন, নায়করাজ রাজ্জাককে নিয়ে যে গুজবের উৎপত্তি হয়েছিল, তার কোন সত্যতা নেই। বিভ্রান্তিকর একটা বিষয় আমাদের উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছিল। কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় রাজ্জাক ভাই ভাল আছেন। দুই একদিনের মধ্যে আরও সুস্থ হয়ে উঠবেন। আমরা চলচ্চিত্র শিল্পের পক্ষ থেকে আমাদের এই মহান শিল্পীর জন্য সবার কাছে দোয়া চাই।