ভারতীয় সমাজের অন্ধকার দিক নিয়ে ‘মাসান’
---
বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো কান পুরস্কারজয়ী হিন্দি সিনেমা ‘মাসান’-এর ট্রেলার প্রকাশ করলো কর্তৃপক্ষ।
জানা গেছে,ভারতীয় সিনেমা হলে মুক্তির লক্ষ্যে ৬৮তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে ‘ফিপ্রেসি অ্যাওয়ার্ড’ জিতে নেয়া নিরজ ঘাইওয়ানের প্রথম ছবি ‘মাসান’-এর ট্রেলার প্রকাশ করা হয়েছে। ২৬ জুন শুক্রবার ট্রেলারটি ইউটিউবে প্রকাশ করা হয়।
‘মাসান’ চলচ্চিত্রে দু’জন নারীর জীবনসংগ্রামের মধ্য দিয়ে ছবিতে ভারতীয় সমাজের অন্ধকার দিকটি উন্মোচনের প্রয়াস খুঁজেছেন নির্মাতা নিরজ ঘাইওয়ান। ট্রেলারটিতে সমতলে দু’জন নারীর গল্প দেখা যায়। একদিকে দেখা যায় দুষ্টু পুলিশের ষড়যন্ত্রে ‘এমএমএস’ স্ক্যান্ডালের শিকার হয়ে সমাজে হেয় প্রতিপন্ন হচ্ছেন অভিনেত্রী রিচা চাড্ডা; অন্যদিকে নিম্নবর্ণের ছেলেকে ভালোবাসেন সীতা ত্রিপাঠি, তাকে সইতে হয় সমাজের নানা যাতনা। শেষ পর্যন্ত ছেলেটিকে জীবন্ত পুড়িয়ে দেয়া হয়।
ছবিটি ২৪ জুলাই ভারতের সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে দুই নারীর জীবন সংগ্রাম নিয়ে ছবি ‘মাসান’।
উল্লেখ্য, কান উৎসবে ‘মাসান’ প্রদর্শনীর পর উপস্থিত দর্শকরা অভিবাদন জানিয়েছিলেন ছবিটির কলাকূশলীসহ সবাইকে। শুধু কি তাই! না, বরং ছবিটির সম্মানে দীর্ঘ পাঁচ মিনিট দাঁড়িয়ে থেকে সম্মান জানিয়ে ছিলেন ছবির পরিচালক নিরজ ঘাইওয়ানকে। তবে এসব আবেগ মথিত ব্যাপার ছাড়াও শেষ পর্যন্ত ছবিটি জিতে নিয়েছে ফিপ্রেসি অ্যাওয়ার্ড। যার পুরো পরিচয় ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড।
২৬ জুন ইউুটউবে প্রকাশিত ‘মাসান’-এর ট্রেলার :