নাসিরনগরে কৃষি,মৎস্য,প্রাণি সম্পদ ও শিক্ষাখাতের উন্নয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা
---
স্টাফ রিপোর্টার নাসিরনগর : আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা গর্ভন্যান্স প্রজেক্টের (ইউজেডজিপি) সহযোগিতায় উপজেলার গর্ভন্যান্স প্রজেক্ট ও ইউনিয়ন পরিষদ গর্ভন্যান্স প্রজেক্ট ,স্থানীয় সরকার সরকার বিভাগের আওতাধীন “ কৃষি,মৎস্য, প্রাণি সম্পদ ও শিক্ষাখাতের উন্নয়ন বিষয়ক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ইস্যু ভিত্তিক দিনব্যাপী কর্মশালা স্থানীয় অফির্সাস ক্লাবে অনুষ্টিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ মোঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাফর আহমদ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুইয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাসুদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.ছায়েদুল রহমান প্রমূখ। কর্মশালায় জনপ্রতিনিধি,শিক্ষক,সাংবাদিক,কৃষকসহএনজিও‘র কর্মরত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।