মঙ্গলবার, ২৯শে মে, ২০১৮ ইং ১৫ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

একটি মহল নারী অগ্রযাত্রা ব্যাহত করতে ভুল ব্যাখ্যা দেয় -মোকতাদির চৌধুরী

1আমিরজাদা চৌধুরী : আর্ন্তজাতিক নারী দিবস পালনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে দু-দিন ব্যাপী নারী মেলা শুরু হয়েছে আজ রোববার। সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী। সদর উপজেলা চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। বিশেষ অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সাঈদ কুতুব, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো: হেলাল উদ্দিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ড: আশরাফুল আলম,ইউপিজিপি ও ইউজেডজিপি’র উইম্যান এ্যামপাওয়ারমেন্ট অফিসার আজিজুল হক সরকার,জেলা নারী উন্নয়ন ফোরাম সভাপতি মমতাজ বাশার প্রমুখ। মেলায় কর্ম উদ্যোগী নারীদের নিজেদের তৈরী নানা পন্য সামগ্রীর ২০টি ষ্টল রয়েছে। আর্ন্তজাতিক নারী দিবস পালনে ইউপিজিপি ও ইউজেডজিপি’র সহায়তায় প্রতিষ্ঠিত নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে এবারই প্রথম ব্রাহ্মণবাড়িয়ায় এধরনের মেলার আয়োজন হয়েছে। জাতীয় সঙ্গীত এবং কবি নজরুল ইসলামের জাগো নারী জাগো সঙ্গীতের মধ্যে দিয়ে মেলার উদ্ধোধন করা হয়। সঙ্গীত পরিবেশনায় ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রুনাক সুলতানা পারভীন ও তার দল।

B.Baria Narimela pic-2এরপরই নারী বিষয়ক কবিতা আবৃত্তি করেন দৃষ্টি প্রতিবন্ধী দু-সহোদারা মহুয়া রহমান রুবা ও অন্তরা রহমান টুংটাং,রোকেয়া দস্তগীর ও নারী উন্নয়ন ফোরাম সদস্য হাফসা বেগম। পরে শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি উবায়দুল মোকতাদির চৌধুরী তার বক্তৃতায় বলেন- বর্তমান সরকার নারী বান্ধব সরকার। শিক্ষাসহ সর্বক্ষেত্রে সরকার নারীদের উন্নয়নে বহু পদক্ষেপ নিয়েছে। এরই ফলশ্রুতিতে নারীরা আজ এগিয়ে যাচ্ছে। কিন্তু কথিত মৌলানারা নারী উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থা নিয়ে মানুষকে ভুল ব্যাখ্যা দেয়। তারা নারী অগ্রযাত্রা ব্যাহত করতে চায়। তিনি এধরনের মৌলানাদের কোরান ও হাদিসে মহিলাদের অধিকার সম্পর্কে কি বলা আছে তা পাঠ করার পরামর্শ দেন। পরে তিনি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। মেলায় বিপুল দর্শক সমাগম হয়।

3

 

 
 

 

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বাগেরহাটে ৫ গাঁজা সেবী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর হাতে ৪ সন্তানের জননীকে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায়  বন্দুকযুদ্ধে ৮ মামলার আসামী নিহত

ব্রাহ্মনবাড়ীয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে টিকেট কালোবাজারির কারাদন্ড

কুড়িগ্রামে পুলিশি অভিযানে আটক ২২

ক্ষমতায় টিকে থাকার দেনদরবার করতে ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী: রিজভী