আশুগঞ্জে উৎসব মুখর পরিবেশে বই বিতরন
নিজস্ব প্রতিবেদক : উৎসব মুখর পরিবেশে আশুগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলেদেন আশুগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ।
বই বিতরণ উৎসবে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাজী মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আহমেদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার জাহান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদ প্রমুখ।
এছাড়া, হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ে আশুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোবারক হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হেলাল উদ্দিন হেলু, আব্দুর গফুর, প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, সহকারী প্রধান শিক্ষক সোহেল মিয়া শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
আশুগঞ্জ উপজেলা ১৬টি মাধ্যমিক উচচ বিদ্যালয়, ৫টি ইপতেদায়ী মাদ্রাসা ও ৯৫ টি প্রাথমিক বিদ্যালয়ে এক যোগে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।