২০২১ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশ হিসেবে রুপান্তরিত হবে বাংলাদেশ- এম এ মান্নান
নিজস্ব প্রতিবেদক : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ২০২১ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশ হিসেবে রুপান্তরিত হবে বাংলাদেশ। আর এ জন্য সরকার কাজ করে যাচ্ছে। ইতি মধ্যেই এখন বাংলাদেশে খাদ্যে সয়ং সম্পূর্ণ হয়ে গেছে। আশাকরি আগামীতেও তা অব্যাহত থাকবে। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্র আয়োজিত ১০দিন ব্যাপী বিজয় মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন আওয়ামীলীগ সরকারই দেশে উন্নয়ন করতে পারে। যারা এ দেশের উন্নয়নকে বাধা সৃষ্টি করে এবং ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চাই তাদের বিরোদ্ধে রুখে দাড়াতে হবে।
অনুষ্ঠানের সংগঠনের সভাপতি আলমগীর কবীরের সভাপতিত্ব্ বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আমিনুল হক, কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ-সম্পাদক আব্দুল হান্নান রতন, চরচারতলা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান, সংগঠনের সাবেক সাধারন সম্পাদক আব্দুস সালাম, সংগঠনের সদস্য কামাল হোসেন। অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ আমিনুল হককে বিশেষ সম্মাণনা স্বারক দেয়া হয়।
উল্লেখ্য নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর অঙ্গীকারের মধ্যে দিয়ে ১৯৯৪ সাল থেকে সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের উদ্যোগে শুরু হয় বিজয় মেলা। এর ধারা বাহিকতায় দীর্ঘদিন যাবত প্রতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় এ মেলা। মেলার ১০দিন ব্যাপী বিজয় মেলায় প্রতিদিন দেশবরেন্য বিশিষ্ট ব্যাক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটক। এ ছাড়া ৩০টি বিভিন্ন রকমারী স্টল বসে। মেলা চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত।
আরও : কানাডায় ডলি জিতলে, জিতে যাবে বাংলাদেশ
এ জাতীয় আরও খবর

বাগেরহাটে ৫ গাঁজা সেবী আটক

ইউএনও’র উদ্যোগে আশুগঞ্জে অপসারণ হচ্ছে ময়লার বাগার
