বিদেশি লীগ খেলতে পারবেন সাকিব
---
অবশেষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিদেশি লিগে খেলার নিষেধাজ্ঞাও প্রত্যাহার করেছে বিসিবি।বৃহস্পতিবার এমনটি জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।এই প্রত্যাহারে আইপিএল, বিগ ব্যাশ ও সিপিএলে খেলতে কোন বাধা রইল না সাকিবের।
গত মঙ্গলবার বিসিবির বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, সাকিবের এই নিষেধাজ্ঞার বিষয়ে বোর্ডের সকল সদস্য মৌখিকভাবে সম্মত হয়েছে আবার অনেকেই লিখিত সিদ্ধান্ত জানিয়েছে। তবে আগামী বৃহস্পতিবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
তারই প্রেক্ষিতে আজ সাকিবের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এখন বাইরের সব লিগ খেলতে সাকিবের আর কোনও বাধা রইল না।
অসদাচরণ এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত জুলাই মাসে বিসিবি ছমাসের জন্য তাকে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করে। বিদেশি লিগে খেলার প্রশ্নে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাকিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছিল।
সম্প্রতি দেশের হয়ে এবং ঘরোয়া লিগে খেলার ওপর নিষেধাজ্ঞা স্থগিত করা হলে, বিদেশি লিগের খেলার ওপর নিষেধাজ্ঞা বলবত ছিল।জিম্বাবুয়ের সাথে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে সাকিবের ম্যাচ-জেতানো পারফরমেন্সের পর বোর্ড সভাপতি নমনীয়তার ইঙ্গিত দেন।
তখন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, পারফরমেন্স নয়, সাকিবের আচরণে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করছেন তারা।
প্রসঙ্গত, ১৮ ডিসেম্বর শুরু হবে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ টি ২০ ক্রিকেট লীগ। বিগ ব্যাশের গত আসরে খেলেছিলেন সাকিব। এবারও খেলবেন তিনি। এরপর আগামী বছরের এপ্রিলে কলকাতার হয়েও আইপিএল খেলতে পারবেন দেশসেরা এই ক্রিকেটার।