স্যামসাং এমএল ২৮২০এনডি প্রিন্টার বাজারে
AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২৮, ২০১৪
---
সম্প্রতি বাজারে এসেছে স্যামসাংয়ের এমএল ২৮২০এনডি মডেলের অটো ডুপ্লেক্স প্রিন্টার। দেশের বাজারে এই প্রিন্টার বিপণন করছে স্মার্ট টেকনোলজিস।
এমএল ২৮২০এনডি মডেলের প্রিন্টারটিতে রয়েছে ২৮ পিপিএম প্রিন্টিং গতি।
এ ছাড়াও ৪৮০০ বাই ৬০০ ডিপিআই রেজুলিউশন, ১২৮ মেগাবাইট মেমোরি এবং ৬০০ মেগাহার্টজ প্রসেসর।
প্রিন্টারটি দিয়ে প্রতি মাসে ১২ হাজার পৃষ্ঠা প্রিন্ট করা যায়।
এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ প্রিন্টারটির দাম ১৭ হাজার টাকা।