g প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ৭ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৩শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২৭, ২০১৪

---

metingবাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতায় “হাঁস পালন ও ব্যবস্থাপনা ” শীর্ষক ২ দিনব্যাপী খামারীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
 রোববার স্থানীয় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষণ মিলনায়তনে কোর্সের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বজলুর রশিদের সভাপতিত্বে বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটের তথ্য কর্মকর্তা মো. শাহ আলমের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষক) ড. মো. এবাদুল হক, বিভাগীয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পোল্টি) ড. সাজেদুল করিম।এসময় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন-  বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গণেশ চন্দ্র মণ্ডল, ভেটেনারি সার্জন ডা. আবদুল্লাহ আল মামুন ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আকতার হোসেন ভূইয়া প্রমুখ।বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষক) ড. মো. এবাদুল হক জানান, প্রশিক্ষণের বিষয়বস্তু অত্যন্ত সময়োপযোগী। এ প্রশিক্ষণের মাধ্যমে এলাকার হাঁস পালন খামারীরা উপকৃত হবে।

এ জাতীয় আরও খবর