g এসেছে এইচপির নতুন আলট্রাবুক | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১০ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৬শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

এসেছে এইচপির নতুন আলট্রাবুক

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২৭, ২০১৪

---

সম্প্রতি দেশের বাজারে এসেছে এইচপি ব্র্যান্ডের একটি হালকা-পাতলা ল্যাপটপ বা আলট্রাবুক। এইচপি এই আলট্রাবুকটিকে বলে ওয়ার্কস্টেশন জেডবুক। ১৪ ইঞ্চি মাপের এই আলট্রাবুকটিই বিশ্বের প্রথম ওয়ার্কস্টেশন আলট্রাবুক বলেই দাবি করেছে এইচপি।



দ্রুত প্রসেসিংয়ের সক্ষমতা ও উন্নত গ্রাফিকস এই আলট্রাবুকটির বিশেষ বৈশিষ্ট্য। বেশি কাজের চাপ নিতে পারে বলে এই আলট্রাবুকটিকে বলা হচ্ছে ওয়ার্কস্টেশন। উন্নত গ্রাফিকস ও অ্যানিমেশন তৈরির জন্য এই ওয়ার্কস্টেশনে রয়েছে এএমডি ফায়ার প্রো এম৪১০০ মডেলের গ্রাফিকস কার্ড। এতে রয়েছে ইন্টেল কোর আই সেভেন ৪৫০০ ইউ প্রসেসর, ৮ গিগাবাইট ডিডিআরথ্রি র্যাম, ৩২ গিগাবাইট এসএসডি, ৭৫০ গিগাবাইট হার্ডড্রাইভ, এইচডি ওয়েবক্যাম এবং ফিঙ্গারপ্রিন্ট সুবিধা।



বাংলাদেশের বাজারে এইচপির এই আলট্রাবুকটি বিপণন করছে স্মার্ট টেকনোলজিস। এক বছরের বিক্রয়ত্বর সেবার প্রতিশ্রুতিতে এই ল্যাপটপটি এক লাখ ১২ হাজার টাকায় বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।

পেশাদার গ্রাফিকস ডিজাইনার, অ্যানিমেশন ও গেমারদের জন্য বিশেষ উপযোগী এই আলট্রাবুকটি।

এ জাতীয় আরও খবর