g অনলাইনে পড়ালেখার কিছু ওয়েবসাইট | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১০ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৬শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

অনলাইনে পড়ালেখার কিছু ওয়েবসাইট

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২১, ২০১৪

---

Online-LearnOnline-Learningশিক্ষক ডটকম

২০১২ সালের আগস্ট মাসে যাত্রা শুরু করা শিক্ষক ডটকমে কম্পিউটার বিজ্ঞান থেকে শুরু করে পদার্থ, রসায়ন, প্রকৌশল, জ্যোতির্বিজ্ঞান সহ নানান বিষয়ে বাংলায় লেকচার পাওয়া যায়৷ তাদের কার্যক্রমের জন্য সাইটটি ইতিমধ্যে ডয়চে ভেলে, গুগল, ইন্টারনেট সোসাইটি ও আইএসআইএফ থেকে পুরস্কার পেয়েছে৷ বিস্তারিত: www.shikkhok.com ৷



খান অ্যাকাডেমি বাংলা

বিল গেটস তাঁর সন্তানদের পড়াশোনার জন্য খান অ্যাকাডেমির সহায়তা নিয়েছেন৷ বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খানের তৈরি এই ওয়েবসাইটটির পরিচয় এমনই অসাধারণ৷ সেই প্রতিষ্ঠানের লেকচারগুলো বাংলায় পাওয়া যায় এই লিংকে http://khanacademybangla.com/৷



সৃজনশীল ডটকম

একজন শিক্ষার্থী যেন ঘরে বসেই তার সুবিধামত সময়ে স্কুলের সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক ও টার্মভিত্তিক যত খুশি তত পরীক্ষা দিতে পারে সে লক্ষ্যে চালু হয়েছে এই ওয়েবসাইটটি৷ এর মাধ্যমে শিক্ষার্থী তার নিজের প্রস্তুতি কেমন হচ্ছে তা জানতে পারে৷ এছাড়া এই সাইটে (http://www.srijonshil.com/) পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয়ের উপর অডিও ভিজ্যুয়াল টিউটোরিয়ালও রয়েছে৷



চ্যাম্পসটোয়েন্টিওয়ান ডটকম

ইংরেজি দৈনিক ডেইলি স্টারের উদ্যোগে চালু হওয়া এই ওয়েবসাইটে (http://www.champs21.com/) ইংরেজি ও বাংলা উভয় মাধ্যমের শিক্ষার্থীদের জন্য গণিত, বিজ্ঞান ও ইংরেজির ওপর বিভিন্ন ধরণের টেস্ট রয়েছে৷ স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা এ থেকে উপকৃত হতে পারেন৷



ইউটিউবে বাংলা শিক্ষা

বিদেশে বসবাসরত বাংলাদেশের নোয়াখালির মেয়ে সাওসান ইউটিউবে বাংলা শেখানোর চেষ্টা করছেন৷ ভিন্নভাষী যারা বাংলা শিখতে আগ্রহী কিংবা বিভিন্ন দেশে বেড়ে ওঠা বাঙালি প্রজন্ম, যাঁদের কাছ থেকে বাংলা ভাষা ক্রমশ হারিয়ে যাচ্ছে, তাঁদের জন্য এই ভিডিও চ্যানেল (http://www.youtube.com/84Enchantress)৷ এই চ্যানেলটি ২০১২ সালে ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার ‘বেস্ট ভিডিও চ্যানেল’ ক্যাটেগরিতে মনোনীত হয়েছিল৷



চমক দেখিয়ে অঙ্ক শেখান চমক হাসান

গণিতের মতো জটিল বিষয়কে আনন্দের সঙ্গে শেখানোর চেষ্টা করছেন বুয়েটের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে যুক্তরাষ্ট্রে পিএইচডি গবেষণারত চমক হাসান৷ একসময় সামনাসামনি সেটা করলেও প্রবাসে থাকার কারণে এখন তাঁর মাধ্যম ইউটিউব চ্যানেল (http://www.youtube.com/ChamokHasan)৷ ছবিটিই বলে দিচ্ছে কেমন মজা করে অঙ্ক শেখান তিনি৷

 

এ জাতীয় আরও খবর