g সিলিকন চিপের বদলে প্লাস্টিক! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১০ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৬শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

সিলিকন চিপের বদলে প্লাস্টিক!

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২০, ২০১৪

---

কম দামি কম্পিউটার, মোবাইল ফোন ও অন্যান্য যন্ত্র তৈরি করতে গবেষকেরা নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। এই পদ্ধতিতে সিলিকন চিপের পরিবর্তে নমনীয় প্লাস্টিক ব্যবহার করবেন তাঁরা। যুক্তরাষ্ট্রের গবেষকেরা দাবি করেছেন, নমনীয় প্লাস্টিক চিপ তৈরির দ্বারপ্রান্তে তাঁরা। এক খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই।

আইওয়া ও নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা নমনীয় প্লাস্টিক চিপ তৈরিতে প্রধান বাধাগুলো দূর করার জন্য নতুন একটি পদ্ধতি তৈরি করেছেন।

গবেষকেরা জানিয়েছেন, তাঁরা চৌম্বকশক্তিকে কাজে লাগিয়ে নমনীয় প্লাস্টিক চিপ তৈরিতে কাজ করছেন। এই চিপ যথেষ্ট শক্তি-সাশ্রয়ী হবে এবং কম খরচের স্টোরেজ যন্ত্র তৈরি করা যাবে।

এ জাতীয় আরও খবর