ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রদের গণমিছিল
---
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ী মসজিদে হামলা চালিয়ে কওমী মাদ্রাসার শিক্ষক-ছাত্রদের আহত করার প্রতিবাদে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বিজয়নগরে কওমী ইসলামী ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে সহস্রাধিক মাদ্রাসা ছাত্র গণমিছিলে অংশ নেয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী সৌধ হিরন্ময় চত্বরে পৌঁছে সমাবেশ করে।
এর আগে শহরের বিভিন্ন মাদ্রাসা থেকে কয়েক হাজার ছাত্র লোকনাথ দীঘির মাঠে জমায়েত হয়।
সমাবেশ থেকে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামীর অপসারণ, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতা নাঈম উদ্দিনসহ মসজিদে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় আগামী ৭ ও ৮ এপ্রিল টানা ৪৮ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়া জেলায় সর্বাত্মক হরতাল পালনের হুমকি দেওয়া হয়।
পরবর্তীতে সারা বাংলাদেশ থেকে কওমী মাদ্রাসা ছাত্রদের নিয়ে বিজয়নগরের উদ্দেশে লংমার্চ করারও ঘোষণা দেন বক্তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন তাবলীগ জামায়াতের ব্রাহ্মণবাড়িয়ার আমির হাজ্বী আয়েত আলী। বক্তব্য রাখেন মাওলানা মনিরুজ্জমান সিরাজী, মাওলানা সাজিদুর রহমান, মুফতি মোবারক উল্লাহ, মাওলানা রহমত উল্লাহ, মুফতি আব্দুর রহিম কাশেমী, মুফতি আব্দুল হক, কওমী ইসলামী ছাত্র ঐক্যজোটের সভাপতি হাফেজ খায়রুল প্রমুখ।
বাংলানিউজ২৪.কম