রংপুরে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু : আহত ৭
রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে বজ্রপাতে তিন বন্ধুর মধ্যে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এক বন্ধু ভাগ্যক্রমে বেঁচে রয়েছে। বজ্রপাতের ঘটনায় ৪ জন নারীসহ ৭জন আহতের ঘটনা ঘটেছে।
পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার সয়ার ইউনিয়নের বালাপুর গ্রামের হাসান আলীর পুত্র আশেক রহমান (২০) পার্শ্ববতী শাইলপুকুর গ্রামের অহিদুল ইসলাম (২৮) ও চরকডাঙ্গা গ্রামের হাসেম আলীর পুত্র আতাউর রহমান (১৮) এই তিন বন্ধু মিলে গত বৃহস্পতিবার রাতে ওই এলাকার অবস্থিত একটি আম বাগান লিজ (ডাক দিয়ে নেয়া) হিসাবে নেন। ঘটনারদিন তারা আম বাগানে অবস্থান করছিলেন।
এ সময় বজ্রপাতে আশেক রহমান ঘটনাস্থানে মারা গেলে অপর দুই বন্ধু অহিদুল ও আতাউর রহমানকে পরিবারের লোকজন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাত ৯টার দিকে অহিদুলের অবস্থা অশাংখাজনক হওয়ার হাসপাতালের কত্যবরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রহিদুল চিকিৎসা অবস্থায় রাত ১২টার সময় মারা যায়। এদিকে বজ্রপাতে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট গ্রামের মোশারফের স্ত্রী সোহাগী বেগম (৩৫), কাজীপাড়া গ্রামের রহমানের স্ত্রী মিনারা বেগম (২৮), বালাপুর গ্রামের হাসান আলীর পুত্র রাশেদ আলী (১৮)আলমপুর ইউনিয়নের আজিজুল ইসলামের স্ত্রী লিপা আক্তার (২৫), ভুল্লাপাড়া গ্রামের জগোমহনের স্ত্রী গীতা রানী (৪৩), কুর্শা ইউনিয়নের দৌলতপুর গ্রামের কান্দু মিয়ার পুত্র হামু হাসান (৩৩) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কত্যবরত চিকিৎসক মোস্তাক আহামেদ। তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী দুই বন্ধুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।