ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত ১, আহত ২
সাইফুর রহমান বিজয় : কুমিল্লাহ-সিলেট মমহাসড়কে আজ শুক্রবার সকাল নয়টার সময় ব্রাহ্মণবাড়িয়া সদরের রাধিকা এলাকায় ট্রাক-অটোরিক্সা মুখামুখি হয়ে এই দুর্ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই নিহত হন নিতাই দাস নামে এক ব্যক্তি।নিহতের এক আত্মীয়ের কাছ থেকে জানা যায়,নিহত নিতাই দাস,প্রতিদিনই মাছ বিক্রির জন্য জেলা শহর ও অন্যন্য বাজারে মাছ নিয়ে যেতেন। নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসুদেব ইউনিয়নের শ্যামনগর গ্রামে। এ ছাড়া আরো দুই জন আহত হন,তারা হলেন, আজম ভূঁইয়া ও মাসুম মিয়া।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) মো. আতিকুর রহমান জানান, বাসুদেব থেকে মাছ বোঝাই ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে জেলা শহরে যাচ্ছিলেন নিতাই। অটোরিকশাটি রাধিকা এলাকায় এলে বিপরীতগামী একটি পণ্যবাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাছ ব্যবসায়ী নিতাই। এতে আহত হন আরো দুইজন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকের চালকে আটক করা যায়নি।
এ জাতীয় আরও খবর
 
                কুমিল্লায় উদ্বোধনের অপেক্ষায় আল্লাহর ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্য!
 
                সারাদেশে গ্যাসের দাম বৃদ্ধি যৌক্তিক: ওবায়দুল কাদের
 
                প্রবাসীর স্ত্রী ‘নিখোঁজ’, উদ্ধারের পর বেরিয়ে এলো আরেক বিয়ের খবর
 
                হিন্দু থেকে মুসলমান, কাজী সেজে পড়িয়েছেন ২ শতাধিক বিয়ে
 
                মাহমুদউল্লাহকে নিয়ে দু:সংবাদ
 
                ডিআইজি মিজান শাহবাগ থানায়
 
                রিফাত হত্যার দায় স্বীকার করলেন দুইজন, তিনজন রিমান্ডে
 
                ফার্নান্দোর সেঞ্চুরিতে লঙ্কানদের বড় সংগ্রহ
 
                ভাঙন আতঙ্কে রংপুরের তিস্তা পাড়ের গ্রামগুলো
 
                পুলিশ সুপারের মহানুভবতায় দুশ্চিন্তা দূর হলো পিতৃহীন তপতীর
 
                শুধু মুসলিম নয় অভিনয় ছাড়া উচিত হিন্দু অভিনেত্রীদেরও!
 
                 
        
