সোমবার, ১লা এপ্রিল, ২০১৯ ইং ১৮ই চৈত্র, ১৪২৫ বঙ্গাব্দ

আফগানিস্তানের শান্তি বৈঠকে নারীদের নেওয়ার আহ্বান জোলির

news-image

বিনোদন ডেস্ক : অস্কারজয়ী হলিউড তারকা ও জাতিসংঘের শরণার্থী কর্মী অ্যাঞ্জেলিনা জোলি আফগানিস্তানের শান্তি বৈঠকে নারীদের নেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার জাতিসংঘের এক অধিবেশনে সচিব ও কূটনীতিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

গত বছরের শেষ দিকে মার্কিন কর্মকর্তা ও আফগান তালেবান নেতাদের মধ্যে শান্তি বৈঠক শুরু হয়েছে। আফগান নারী অনেকের আশঙ্কা, যুক্তরাষ্ট্র–সমর্থিত সেনারা ২০০১ সালে তালেবান শাসনের অবসান ঘটানোর পর তাঁরা যে স্বাধীনতা ভোগ করছেন, তালেবানের সঙ্গে সন্ধিতে তা খর্ব হতে পারে। আফগান নারীদের কণ্ঠ রোধ করা হচ্ছে।

জাতিসংঘ শান্তিরক্ষা অধিবেশনের কার্যনির্বাহী বৈঠকে জোলি বলেন, সম্প্রতি আফগানিস্তানের হাজারো নারী জীবনের ঝুঁকি নিয়ে তাঁদের এবং তাঁদের সন্তানদের অধিকার আদায়ের দাবিতে সোচ্চার হন। শান্তি সমঝোতায় নিজেদের অধিকার যাতে নিশ্চিত হয়, এ ব্যাপারে জোর দিয়েছেন তাঁরা। এত দিন তাঁদের কথা কেউ ভাবেনি, কেউ বলেনি। তিনি বলেন, এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরব থাকাটা ভয়ংকর। নারীর অধিকারের বিষয়টি এড়িয়ে গেলে আফগানিস্তান বা বিশ্বের কোথাও শান্তি বা স্থিতিশীলতা থাকতে পারে না। জোলি ১৮ বছর ধরে জাতিসংঘ শরণার্থীবিষয়ক বিশেষ দূত হিসেবে কাজ করছেন।

আনুষ্ঠানিক বিবৃতিতে নারীদের প্রতি উদারনীতি রাখা হতে পারে বলে জানিয়েছেন তালেবান নেতারা। তাঁদের মূল আলোচক বলেন, সংবিধান অনুযায়ী নারীদের অধিকার সংরক্ষণ করলে তা শান্তির পথে প্রতিবন্ধকতা হবে। আফগানিস্তান পুনর্গঠনবিষয়ক মার্কিন বিশেষ মহাপরিদর্শক বৃহস্পতিবার এ কথা জানান।

এ জাতীয় আরও খবর

কলকাতার ওয়েব সিরিজ মানেই সেমি পর্ন, ঝুঁকছেন জনপ্রিয় নায়িকারা

মদ খেয়ে গাড়ি দুর্ঘটনা; শ্রীলঙ্কান অধিনায়ক গ্রেপ্তার!

আড়াই কোটির প্রতারণার মামলা আমিশার বিরুদ্ধে

মৌলভীবাজারের সাঈদের চিঠির জবাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী যা বললেন

মসজিদে হামলাকারী ব্রেনটনের চিকিৎসা না পাওয়ার অভিযোগ

নাঈম এতিমখানায় দিতে চায় পুরস্কারের সেই ৫ হাজার ডলার

যে নায়িকার এক রাতের মূল্য এক কোটি টাকা

‘এপ্রিল ফুল’ হতে বিরত থাকুন

প্রবাস জীবনের টাকায় মেয়ে বিচারক, দুই ছেলে ডাক্তার-ইঞ্জিনিয়ার

প্রিয়াঙ্কা-নিকের বিচ্ছেদ হচ্ছে!

সালমার স্বামী সাগর ও প্রথম স্ত্রীর মামলা প্রসঙ্গে যা বললেন

এফআর টাওয়ার ট্রাজেডি : সরু সিঁড়ি ও ধোঁয়া বেরোতে না পারায় বেশি প্রাণহানি