সোমবার, ১লা এপ্রিল, ২০১৯ ইং ১৮ই চৈত্র, ১৪২৫ বঙ্গাব্দ

‘খুঁজে খুঁজে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেশছাড়া করা হবে’

news-image

অন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গে থেকে খুঁজে খুঁজে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেশছাড়া করা হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপির) সভাপতি অমিত শাহ। গতকাল শুক্রবার আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারণায় তিনি একথা বলেন।

অমিত বলেন, বাংলাদেশিদের তাড়ানোর জন্য আসামের মতো এ রাজ্যেও (পশ্চিমবঙ্গ) চালু করা হবে ‘জাতীয় নাগরিক নিবন্ধন’ (এনআরসি)। তবে হিন্দু ও বৌদ্ধদের সুরক্ষা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, ১১ এপ্রিল ভারতে লোকসভা নির্বাচন। ভোটার প্রায় ৯০ কোটি। তাদের আকৃষ্ট করতে বিভিন্ন প্রতিশ্রুতি ও হুঙ্কার দিয়ে যাচ্ছে হিন্দুত্ববাদী দল বিজেপি।

শুক্রবার প্রচারণার শুরুতেই পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, ‘মোদি সরকার ফের ক্ষমতায় এলেই আমরা বাংলায় এনআরসি আনব। আসামের মতো প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে বিতাড়িত করা হবে।’

এ সময় এনআরসি বাস্তবায়ন হলে রাজ্যের সব শরণার্থীর অধিকার সুরক্ষা নিশ্চিত হবে বলে দাবি করেন অমিত। এরপর তিনি বলেন, ‘এনআরসি জনগণের প্রতি আমাদের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। হিন্দু ও বৌদ্ধ শরণার্থীদের কোনো ভয় নেই। তাদের দেশছাড়ার দরকার হবে না। তারা যাতে এখানে মর্যাদার সঙ্গে থাকতে পারে আমরা তা নিশ্চিত করব।’

মমতার উদ্দেশে অমিত বলেন, তিনি বাংলার সংস্কৃতি ধ্বংস করে দিচ্ছেন। তার দাবি, মাদ্রাসাকে চার হাজার কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। কিন্তু ডাক্তার-ইঞ্জিনিয়ারদের কোনো গুরুত্ব নেই তার কাছে।

তিনি আরও দাবি করেন, রাজ্যের সব মসজিদের ইমামকে মাসে মাসে ভাতা দেয়া হচ্ছে। কিন্তু মন্দিরের পুরোহিতদের দেওয়া হচ্ছে না।

সম্প্রতি এনআরসি তালিকা থেকে আসামের প্রায় ৪০ লাখ মানুষের নাম বাদ পড়েছে। নাগরিক তালিকা থেকে ঠিক কী কারণে নাম বাদ পড়ল- জানার অপেক্ষায় রয়েছেন আসামের ওই ৪০ লাখ বাসিন্দা।

এর আগে আসাম রাজ্য কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, ‘ওই ৪০ লাখ বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী। যারা নিজেদের ভারতের নাগরিক হিসেবে প্রমাণ করতে পারবে না, তারা নাগরিক অধিকার থেকে বঞ্চিত হতে পারেন এবং রাষ্ট্রহীন হওয়ার আশঙ্কাও রয়েছে।

এ জাতীয় আরও খবর

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

নেপালে ঝড়-বৃষ্টিতে ২৫ জনের মৃত্যু

নাসিরনগর উপজেলা চেয়ারম্যান নিবার্চিত হলেন আ’লীগের ডাঃ রাফিউদ্দিন আহমেদ

ফের ইসরায়েলি হামলা ৪ ফিলিস্তিনি নিহত

একসঙ্গে ১২ হাজার শিক্ষার্থীর বিয়ে!

৬০ দিন শুয়ে থাকলেই পাওয়া যাবে ১৩ লাখ টাকা!

ভোটার উপস্থিতি নেই বললেই চলে নোয়াখালীতে

মৌলভীবাজারের সাঈদের চিঠির জবাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী যা বললেন

মসজিদে হামলাকারী ব্রেনটনের চিকিৎসা না পাওয়ার অভিযোগ

রাহুলের ব্যাটে পাঞ্জাবের জয়

ব্রাহ্মণবাড়িয়ার ৬ উপজেলায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ

মাদক পাচারের মামলা: ৬ বছরের জেল সৌদি প্রিন্সের