সোমবার, ১লা এপ্রিল, ২০১৯ ইং ১৮ই চৈত্র, ১৪২৫ বঙ্গাব্দ

আবার কেন আগুন, খতিয়ে দেখা হবে, বললেন মেয়র আতিক

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আবার কেন আগুন লেগেছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। আজ শনিবার ভোর পৌনে ৬টার দিকে আগুনের ঘটনা পরিদর্শনে গিয়ে সাংবাদিককের তিনি একথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‌‘২০১৭ সালের ৩ জানুয়ারি একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এরপর যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়। তারা কী করলো? যেহেতু এর আগে আমি দায়িত্বে ছিলাম না, সংশ্লিষ্টদের সঙ্গে এখন আমি বসবো। আবার কেন এখানে আগুন, বিষয়টি তদন্ত করে দেখ‍া হবে।’

পারফিউমের দোকান থেকে আগুন লেগেছে- প্রাথমিকভাবে এ তথ্য জানিয়ে মেয়র বলেন, ‘আমরা আগুন আগে নিয়ন্ত্রণে আন‍ার চেষ্টা করছি। আমার বিশ্বাস সবাই ফায়ার সার্ভিসকে সহায়তা করবে। তাদের কোনো অসুবিধা যেন না হয়। আগুণ নিয়ন্ত্রণে আনার পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও।

এদিকে আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

রাজধানীতে হঠাৎ কালবৈশাখী ঝড়, সঙ্গে শিলাবৃষ্টি

অনাস্থা থেকেই নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না : মাহবুব তালুকদার

তাসভীর-ফারুক সাত দিনের রিমান্ডে

মদ খেয়ে গাড়ি দুর্ঘটনা; শ্রীলঙ্কান অধিনায়ক গ্রেপ্তার!

সবার জন্য উন্মুক্ত থাকছে না ফেসবুক লাইভ?

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

এক রাতে ৩ রেকর্ড মেসির

একসঙ্গে ১২ হাজার শিক্ষার্থীর বিয়ে!

গুলশানে ফের আগুন

নাঈম এতিমখানায় দিতে চায় পুরস্কারের সেই ৫ হাজার ডলার

মসজিদের মাইকে ভোট কেন্দ্রে যেতে আহ্বান

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নারীসহ নিহত ৩