সাধারণ মানুষও আগুন নেভাতে কাজ করছেন
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীর এফআর টাওয়ারে দুই ঘণ্টারও বেশি সময় ধরে ধাউ ধাউ করে জ্বলছে আগুন। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। কর্মীদের সাথে কাজে লেগে যান ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষও।
আগুন নিয়ন্ত্রণের ভাবনের ভেতরে আটকে পড়েছে অনেক মানুষ। আগুন থেকে বাঁচতে কয়েক ব্যক্তিকে ভবন থেকে বের হতে লাফ দিতে দেখা গেছে। বহু চেষ্টায়ও নিয়ন্ত্রণে আসছে না লেলিহান শিখা। এমন পরিস্থিতিতে ফায়ার সার্ভিস আসপাশের এলাকায় পানির সন্ধান করা, পাইপ টেনে নিয়ে যাওয়ায় ফায়ার কর্মীদের সাথে ব্যস্ত হয়ে পড়তে দেখা গেছে অসংখ্য মানুষকে।
দুপুর ২টার পর বিমান বাহিনীর হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছায়। ২২ তলা ওই ভবনসহ আশপাশের এলাকায় চক্কর দিতে দেখা গেছে একটি হেলিকপ্টারকে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের জানান,ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে বলে তারা প্রথমে জানতে পারেন। পরে অন্যান্য তলায়ও আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুরো ভবন আগুন ও আগুন থেকে সৃষ্ট কালো ধোঁয়ায় ঢেকে যায়। এতে ভবনটির কোন কোন তলায় আগুন ছড়িয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
আগুন থেকে বাঁচতে কয়েক ব্যক্তিকে ভবন থেকে বের হতে লাফ দিতে দেখা গেছে। তারা নিচে পড়ে যাওয়ার পর তাদের উদ্ধার করেন উপস্থিত লোকজন।
ওই ভবনে কয়েকটি গার্মেন্ট বায়িং হাউজ এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের অফিস রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।