গরমে উঠতে পারে চোখ, সাবধান!
অনলাইন ডেস্ক : মানবজীবনে চোখ ওঠা সমস্যায় ভোগেনি বা ভোগেননি, এমন মানুষের সংখ্যা একেবারেই কম। চোখ উঠতে পারে। এটি একেবারেই স্বাভাবিক এক সমস্যা। তবে রোগটি সবচেয়ে বেশি দেখা দিয়ে থাকে এই গরমকালেই। এ কারণে সমস্যাটিও দেখা দিয়ে থাকে গুরুতরভাবে। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে রোগটি থেকে সহজেই মুক্তি পাওয়া যায়।
রোগটির ক্ষতিকর বিষয় নির্ভর রোগের জীবাণুর ওপর। এ সময়ে ওষুধ খুব বেশি কাজে লাগে না। গরমের কারণে এ রোগের জীবাণু এমনিতেই অনেক বেশি শক্তিশালী হয়ে দেখা দিয়ে থাকে। ফলে ওষুধ ব্যবহারেও অনেক সময় এগুলো প্রতিরোধ করা সম্ভব হয়ে ওঠে না। তবে কিছু কিছু ক্ষেত্রে এ সমস্যা একেবারেই সামান্য থাকে এবং তা নিজে থেকে ঠিকও হয়ে যায়। কিন্তু গুরুতর ক্ষেত্রে এটি ঠিক হতে অন্তত তিন থেকে চার সপ্তাহ সময় লেগে যায়।
চোখ ওঠার জীবাণুর প্রভাবে চোখের সাদা অংশ লাল হয়ে যায়। একজনের থেকে অন্যজনেও এ জীবাণু সংক্রমিত হতে পারে (যদিও অনেক সময়, ধুলোবালি, ধোঁয়ার প্রভাবে এ সমস্যা দেখা দিতে পারে)।
এ সমস্যায় রোগীর চোখ চুলকানি বা ঝাপসা দেখার মতো সমস্যা হতে পারে। তাই এ সময় করণীয় হলো- দিনের বেলা বেশি পরিমাণে পানি পান করতে হবে। এটিই এ রোগ থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে ভালো উপায়। এ ছাড়া সবুজ রঙের শাকসবজি ও টাটকা ফলমূল খাওয়া এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম এ রোগের কবল থেকে রক্ষা পেতে সহায়তা করে থাকে। চোখ ওঠা থেকে রক্ষা পেতে আরও কিছু করণীয় হলো- যার আগে থেকে এ রোগ রয়েছে, তার চোখে হাত দেওয়া যাবে না। দিনে বেশ কয়েকবার ঠাণ্ডা পানি দিয়ে চোখ ভালো করে ধুয়ে নিতে হবে। বিশেষ করে সারাদিন কাজ করার পর বাড়ি ফিরে অবশ্যই এটি করতে হবে।
অন্য কারোর তোয়ালে, গামছা, রুমাল, বালিশ, বিছানা ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকতে হবে। দু-চাকার গাড়িতে যাতায়াতের সময় অবশ্যই সানগ্লাস ব্যবহার করতে হবে। সাঁতার কাটার সময় চোখে চশমা পড়ে নিতে হবে। এ রোগটি ভীষণ ছোঁয়াচে। তাই যারা এ রোগের শিকার হয়েছেন, তাদের থেকে দূরে থাকতে হবে।