ঐক্যফ্রন্টের যারা যাচ্ছেন দ্বিতীয় সংলাপে
আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের দ্বিতীয় সংলাপ বুধবার হতে যাচ্ছে। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল পুন:সংলাপে অংশগ্রহণ করবেন।মঙ্গলবার গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার বেলা ১১টায় গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
পুন:সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের যারা অংশগ্রহণ করবেন:
ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিষ্টার মওদুদ আহমেদ, আ. স. ম. আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, মোস্তুফা মহসীন মন্টু, সুলতান মোহাম্মদ মুনসুর, আব্দুল মালেক রতন, এ্যাড. সুব্রত চৌধুরী ও এস. এম. আকরাম।
রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর জাতীয় ঐক্যফ্রন্ট ফের সংলাপে বসতে চেয়ে চিঠি পাঠায়। রাতেই তাদের বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।
গণফোরাম সাধারণ সম্পাদক ও ঐক্যফ্রন্ট নেতা মোস্তফা মহসিন মন্টু বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফোন করে সময় জানিয়েছেন। ৭ নভেম্বর বেলা ১১টায় গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
এর আগে ১ নভেম্বর রাতে শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্টের নেতাদের সাড়ে তিন ঘণ্টা সংলাপ হয়। ওই দিন গণভবনে সন্ধ্যা সাতটার দিকে সংলাপ শুরু হয়ে শেষ রাত সাড়ে ১০টায়।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১৪–দলীয় জোটের ২৩ নেতার সঙ্গে সংলাপে অংশ নেন জাতীয় ঐক্যফ্রন্টের ২০ নেতা।