মন্ত্রিসভা থেকে চার মন্ত্রীর পদত্যাগ
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার টেকনোক্র্যাট সদস্যদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে জানান দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।এরপর সন্ধ্যায় পদত্যাগপত্র পাঠান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মংস্থানমন্ত্রী। তিনি চট্টগ্রাম থেকে টেকনোক্র্যাট কোটার মন্ত্রী ছিলেন। মন্ত্রীর ব্যক্তিগত সহকারী নিয়াজ মোর্শেদ নীরু বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান দুপুরে মন্ত্রিসভার মিটিংয়ের পরপরই পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিজেই নিশ্চিত করেছেন মন্ত্রী।জানা যায়, টেকনোক্র্যাট কোটার অন্য দুই সদস্য ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারও পদত্যাগপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, যারা নির্বাচিত সংসদ সদস্য নন এবং সরকারের বিশেষ বিবেচনায় মন্ত্রিপরিষদে স্থান পেয়েছিলেন তারাই হলেন টেকনোক্র্যাট মন্ত্রী।
সূত্র: বাংলাদেশ জার্নাল