‘শফি ভুলে যেতে পারেন, আমি কাদের সিদ্দিকী ভুলি নাই’
আমি বিএনপিতে নয়, ড. কামাল হোসেনের ঐক্যফ্রন্টে যোগ দিয়েছি। যদি বিজয়ী হতে চান তাহলে নির্বাচন পর্যন্ত বিএনপি ভুলে যান বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।মঙ্গলবার (০৬ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভায় এসব কথা বলেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘বিএনপি রাজাকারের হাতে জাতীয় পতাকা তুলেছে কথা সত্য নয়, আওয়ামী লীগ প্রথম রাজাকার মহিউদ্দিনের গাড়িতে পতাকা তুলে দিয়েছে, আশিকুর রহমানের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছে।’
শাপলা চত্ত্বরের কথা উল্লেখ বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘আল্লামা আহমদ শফি ভুলে যেতে পারেন, আমি কাদের সিদ্দিকী ভুলি নাই। ওই শাপলা চত্বরে ইমানদারদের রক্ত ঝড়েছে, শাপলা চত্বরের বদলা না নিতে পারলে আমরা বেঈমান হয়ে যাব।’বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশ আপনাদের পেছনে দৌড়াচ্ছে, এটা বন্ধ হোক আমি চাই না। কারণ, দৌড়াতে দৌড়াতে যখন হয়রান হয়ে যাবে তখন ভোট চুরি করতে পারবে না!’
তিনি আরও বলেন, অবশ্যই খালেদা জিয়ার মুক্তি দিতে হবে।
সূত্র: বিডি২৪লাইভ