যে হট নায়িকাদের এখন আর দেখাই যায় না!
বলিউড ভারতের মুম্বাইয়ে অবস্থিত হিন্দি ভাষার চলচ্চিত্রের পীঠস্থান। বলিউড নামটি হিন্দি যা হলিউডের সাথে নামের মিল রেখে পুর্বতন বোম্বে শহরের নামে বলিউড হয়। বলিউড এমন একটা জায়গা, কেরিয়ারে আচমকাই কেউ দু’ পা এগিয়ে যান, পর মুহূর্তেই পিছলে যান চার পা। সফল হয়েও থেমে যায় পেশা।
বলিউড শব্দটা হলিউড থেকে নেওয়া হয়েছে। সে সময় মুম্বাইয়ের নাম ছিল বোম্বে। তাই বোম্বের প্রথম অংশ আর হলিউডের শেষ অংশ নিয়ে করা হয় বলিউড। ১৯১৩ সালে প্রযোজক ও পরিচালক দাদাসাহেব ফালকের হাত ধরে যাত্রা শুরু করে বলিউড। সে বছর ৩ মে তাঁর পরিচালিত প্রথম ভারতীয় ছবি রাজা হরিশচন্দ্র মুক্তি পায় করোনেশন সিনেমায়। ছবিটি ছিল নির্বাক। ১৯৩১ সালে আরদেশির ইরানির প্রযোজনায় নির্মিত হয় প্রথম সবাক হিন্দি ছবি আলম আরা।
বলিউডের বেশ কয়েক জন হট নায়িকা অল্প বয়সেই ইতি টেনেছেন ক্যারিয়ারে। বলিউড ছবিতে বহু বছর তাঁদের দেখা যায় না খুব একটা। আজ তাদেরই কয়েকজনের সাথে পরিচিত হব।
আয়েষা টাকিয়া
২০০৪ সালে বলিউডে ‘টারজান দ্য ওয়ান্ডার কার’ দিয়ে ডেবিউ আয়েষার। তবে ২০১১ সালে ‘মড’ ছবির পর আর দেখা যায়নি তাঁকে।
শমিতা শেট্টি
২০০০ সালে মহব্বতেঁ ছবি দিয়ে কেরিয়ার শুরু। পেয়েছেন পুরস্কারও। ২০০৭ সালে ‘ক্যাশ’ ছবির পর তাঁকে আর দেখা যায়নি।
সুস্মিতা সেন
১৯৯৬ সালে ‘দস্তক’ ছবি দিয়ে ডেবিউ। কিন্তু ২০১০ সালে ‘নো প্রোবলেম’ ছবির পর মিস ইউনিভার্সকে আর দেখাই যায়নি সে রকম বলিউড ছবিতে।
নম্রতা শিরোদকর
১৯৯৮ সালে ‘জব পেয়ার কিসিসে হোতা হ্যায়’ ছবিতে ডেবিউ। ২০০৪ সালে ‘রোক সাকো তো রোক লো’ ছবির পর নম্রতা একেবারে ব্যাকফুটে। দুই সন্তান আর স্বামী মহেশ বাবুকে নিয়ে দিব্যি রয়েছেন।
কিম শর্মা
২০০০ সালে মহব্বতেঁ ছবি দিয়ে কেরিয়ার শুরু। ২০০৬ সালে ‘জিন্দগি রকস’ ছবির পর তাঁকে আর বলিউডে দেখাই যায়নি।
অমৃতা রাও
২০০২ সালে কেরিয়ার শুরু করেন ‘অবকে বরস’ ছবি দিয়ে। তবে ২০১৩ সালে ‘সত্যাগ্রহ’ ছবির পর তাঁকে আর দেখা যায়নি।