মায়ের জরায়ু নিয়ে সন্তানের জন্ম দিলেন মেয়ে!
ডেস্ক রিপোর্ট।। এশিয়ায় প্রথম জরায়ু প্রতিস্থাপনের মাধ্যমে সন্তান প্রসব করলেন এক নারী। ভারতের গুজরাটের বাসিন্দা মীনাক্ষি ওয়ালান নামে সেই নারীর শরীরে তার মায়ের জরায়ু প্রতিস্থাপন করা হয়। কারণ মীনাক্ষি সন্তান প্রসবে অসক্ষম ছিলেন।
জানা গেছে, ২০১৭ সালের ১৮ মে পুনের গ্যালাক্সি কেয়ার হাসপাতালে অস্ত্রোপচারটি হয়। আর এই অস্ত্রোপচারের ১৭ মাস পরে একই হাসপাতালে মীনাক্ষি জন্ম দিল এক কন্যা শিশুর। এই ধরনের অস্ত্রোপচার এর আগে বিশ্বে ১১ বার হলেও এশিয়ায় এই প্রথম হল।
পাশাপাশি এই বিষয়টিও উল্লেখ্য, যে জরায়ুর মাধ্যমে মীনাক্ষী বৃহস্পতিবার একটি কন্যা সন্তান প্রসব করেন যা থেকে তার নিজেরও জন্ম হয়েছিল। সন্তান জন্মের পর মীনাক্ষী ও তার স্বামী হিতেশ ওয়ালান বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম।’