বৃহস্পতিবার,১৩ই সেপ্টেম্বর, ২০১৮ ইং ২৯শে ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

সংসদ ভবনে বিদ্যুৎ বিভ্রাট, অধিবেশন মুলতবি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ ভবনে বিদ্যুৎ বিভ্রাটের কারণে অধিবেশন স্থগিত করতে হয়েছে। আজ মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তরপর্ব শেষে অধিবেশন বুধবার বিকেল ৫টা পর্যন্ত মুলতবি করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

জানা যায়, আজ বিকেল পৌনে ৪টার পরে সংসদ ভবন এলাকার বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এ সময় সংসদ ভবনের অধিকাংশ ব্লক বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। সংসদ অধিবেশন ৫টায় শুরুর কথা থাকলেও বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেই স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে তা শুরু হয় প্রায় ১০ মিনিট পর। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রশ্নোত্তর পর্ব শেষ হলে তখন ডেপুটি স্পিকার দিনের অন্যান্য কার্যসূচি স্থগিত করেন।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সাংবাদিকদের জানান, মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রে সমস্যার হওয়ার কারণে সংসদে এ বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এটা ডিজাস্টার। এই কারণে অধিবেশন মুলতবি করা হয়।

অধিবেশন মুলতবি ঘোষণার পর সন্ধ্যা ৭টার দিকে সংসদ ভবনের বিভিন্ন ব্লকে বিদ্যুৎ ফিরতে শুরু করে।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, বিদ্যুৎ বিভ্রাট শুরু হলে অধিবেশন কক্ষ এবং প্রয়োজনীয় কয়েকটি ব্লকে জেনারেটরের মাধ্যমে কাজ চালানো হয়।