বৃহস্পতিবার,১৩ই সেপ্টেম্বর, ২০১৮ ইং ২৯শে ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

চাঁদাবাজির মামলায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের জামিন

চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। মঙ্গলবার তার আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়ার এক আবেদনে ঢাকা মহানগর হাকিম মো. মাজহারুল হকের আদালত জামিনের এ আদেশ দেন।

চাঁদাবাজির মামলায় জামিন পেলেও এখনই কারাগার থেকে বের হতে পারবেন না মোজ্জামেল হক; কারণ বিস্ফোরণ দ্রব্য আইনের এক মামলায় সোমবারই তাকে গ্রেফতারের আবেদন করে কাফরুল থানা পুলিশ।

এ প্রসঙ্গে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের আইনজীবী জায়েদুর রহমান জানান, তাকে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর এ মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করা আছে।

গত বুধবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে।

ওইদিন মিরপুর মডেল থানার এসআই বজলুর রহমান জানান, চাঁদাবাজির একটি মামলায় মোজাম্মেলকে গ্রেফতার করেছে পুলিশ।

মিরপুর থানা পুলিশ জানায়, সম্প্রতি দুলাল নামের এক ব্যক্তি মোজাম্মেল হকের বিরুদ্ধে চাঁদাবাজির ওই মামলাটি করেন।