বৃহস্পতিবার,১৩ই সেপ্টেম্বর, ২০১৮ ইং ২৯শে ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

ইসলামে পদপ্রার্থী দেওয়ার বিধান

নিউজ ডেস্ক।। প্রচলিত রাজনীতিতে প্রশাসনের পদ প্রার্থীতা দেয়া হয়। অর্থ্যাৎ নিজ থেকেই পদ তলব করা হয়। স্বেচ্ছায় পদ তলবের বিষয়ে হাদীসে এসেছে, আবূ মূসা (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, (একদা) আমি এবং আমার দু’চাচাত ভাই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলাম। দু’জনের একজন বলল, হে আল্লাহর রসূল! মহান আল্লাহ আপনাকে যে সমস্ত রাজ্যের কর্তৃত্ব প্রদান করেছেন তার কতক অংশে আমাদেরকে প্রশাসক নিযুক্ত করুন। অপরজনও অনুরূপ বলল। তখন তিনি বললেন, আল্লাহর কসম! আমরা এমন কাউকে নেতৃত্বে বসাই না, যে সেটির জন্য প্রার্থী হয় এবং যে তার জন্য লালায়িত হয়। মুসলিম, হাদীস নং-৪৫২৬

অন্য এক হাদীসে এসেছে,আবদুর রহমান ইবনু সামুরাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন, হে আবদুর রহমান! তুমি শাসন ক্ষমতা চাইবে না। কারণ যদি চাওয়ার মাধ্যমে তা পাও, তবে তার দায়িত্ব তোমার উপর ন্যস্ত হবে।আর যদি তুমি চাওয়া ছাডা তা পেয়ে যাও, তবে এ ব্যাপারে তুমি (আল্লাহর পক্ষ থেকে) সাহায্যপ্রাপ্ত হবে। মুসলিম, হা. নং ৪২৮১]

তবে বিজ্ঞ ফকীহগণ বলেন, যেখানে পদ তলব না করলে নিম্ন শ্রেণির অথবা অযোগ্য লোক নেতৃত্ব দখল করে জনগণের ক্ষতি সাধন করবে সেখানে পদ তলব করা বৈধ।