ব্রাক্ষনবাড়িয়ায় পৃথক ঘটনায় নিহত ২
তৌহিদুর রহমান নিটল : ব্রাহ্মনবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় ৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে বিজয়নগর উপজেলায় পুলিশ হেফাজতে এক ব্যক্তি নিহত হয়েছে। উপজেলার হরষপুর ইউনিয়নের হরষপুর শহীদুল (৪৫) কে গ্রামবাসী চোর সন্দেহে গনপিটুনি দেয় বলে পুলিশ জানায়। আহত অবস্থায় মঙ্গলবার সদর হাসপতালে তার মৃত্যু হয়।
সে জেলার নাসিরনগর উপজেলার ভুবন গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। বিজয়নগর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মোঃ ফয়জুল আজিম দাবী করেন, ভোরে শহীদুল হরষপুর বড়চাল প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙ্গে চুরি করার সময় স্থনীয় লোকজন তাকে দেখে ফেলে। পরে পিটুনি দিয়ে থানায় খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসার সময় তার বুকে ব্যাথা অনুভব হলে তাকে জেলা সদর হাসপাতালে নেয়া আসা হলে কর্তব্যত চিকিৎসক মৃত ঘোষনা করে।
এদিকে, সোমবার রাতে আখাউড়ার মনিয়ন্দ গ্রামে সড়ক পাড়াপাড়ের সময় মটর সাইকলের ধাক্কায় সৌরভ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়। সে ময়মনসিংহের গৌরীপুর গ্রামের রুবেল মিয়ার ছেলে। শিশুটির পিতা রুবেল মিয়া জানান, সৌরভ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামে নানার বাড়িতে এসেছিল। রাতে সড়ক পারাপারের সময় মটর সাইকেল তাকে ধাক্কা দিলে সে মারা যায়।