বৃহস্পতিবার,১৩ই সেপ্টেম্বর, ২০১৮ ইং ২৯শে ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

‘‌শরীকদের জন্য ছাড়া হবে ৬৫ থেকে ৭০ আসন’

নির্বাচনের জন্য অক্টোবরেই আওয়ামী লীগের প্রার্থীতা ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নির্বাচনে শরীকদের জন্য ছাড়া হবে ৬৫ থেকে ৭০ আসন।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী এসব কথা জানান।ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনের জন্য এখন পর্যন্ত কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি। তবে জনপ্রতিনিধিদের জনগণের দোরগোড়ায় গিয়ে নির্বাচনের প্রস্তুতি জোরদার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তার দাবি, আওয়ামী লীগ অতীতের যেকোনো সময়ের চেয়ে সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ।

অসুস্থ প্রতিযোগিতার বিষয়ে দল কড়াকড়ি অবস্থানে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সিটি নির্বাচনে দলের বিপক্ষে অবস্থানকারীদের কড়া ভাষায় শোকজ করা হয়েছে।

নির্বাচনকালীন মন্ত্রিসভা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, টেকনোক্র্যাট বা সংসদীয় প্রতিনিধিত্বকারী দলের বাইরে কেউ থাকবে না।

এ জাতীয় আরও খবর

খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার প্রশ্নে আদেশ ২০ সেপ্টেম্বর

ওয়াশিংটনে লবিস্ট নিয়োগ বিএনপির

একসঙ্গে বসছেন বি. চৌধুরী-ড. কামাল-রব-মান্না

আজ সকালে জাতিসংঘে বিএনপির বৈঠক

লোকাল বাসে বাসায় ফিরলেন তারানা হালিম (ভিডিও)

‘পুরাতন কারাগারের ভেতরে বিচার ব্যবস্থা সম্পূর্ণ অসাংবিধানিক’

আদালতে আসেননি খালেদা জিয়া, বৃহস্পতিবার পরবর্তী শুনানি

সরকারের পদত্যাগ নিশ্চিত করেই এদেশে নির্বাচন হবে: গয়েশ্বর

সরকার ভয়ে কম্পমান : মির্জা আব্বাস