বৃহস্পতিবার, ১৯শে জুলাই, ২০১৮ ইং ৪ঠা শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

গুগল ইমেজে ‘ইডিয়ট’ সার্চে ভেসে উঠছে ট্রাম্পের ছবি

আন্তর্জাতিক ডেস্ক : ‘মাই আই কিউ ইজ ওয়ান অব দ্য হায়েস্ট, অ্যান্ড ইউ অল নো ইট’, একবার নিজের একটি টুইটে এমনটাই লিখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গুগলের কেউ বোধ হয় এটা জানেন না! তা না হলে গুগল ইমেজে গিয়ে ‘ইডিয়ট’ লিখে সার্চ দিলে বেশির ভাগ ফলাফলের মধ্যে ট্রাম্পের ছবি দেখাবে কেন! হ্যাঁ, মূলত ব্রিটেনের গুগল ব্যবহারকারীদের ক্ষেত্রে এমনটাই ঘটেছে। খবর আনন্দবাজারের।

‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ প্রকাশিত খবর অনুযায়ী ব্রিটেনের বেশ কয়েকটি ব্লগেও ট্রাম্পের ছবির ওপর মাউসের কারসর নিয়ে গেলে ‘ইডিয়ট’ লেখাটি দেখা যাচ্ছে।

‘গ্রিন ডে ২০০৪ সং’ নামে একটি প্রবন্ধেও ট্রাম্পের ছবির ওপরে কারসার নিয়ে গেলে ‘ইডিয়ট’ শব্দটি দেখাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। ‘দ্য নিউ ইয়র্কার, পপসুগার ও অফিসিয়াল চার্ট-সহ প্রত্যেকটি জায়গায় হেডলাইনে ‘আমেরিকান ইডিয়ট’ লেখা এবং রয়েছে ট্রাম্পের ছবিও।

সার্চ রেজাল্টে প্রথমেই এরকম আসার কারণ হিসেবে বলা হয়েছে, নির্দিষ্ট এই শব্দটিকে বেশ কিছু ছবিতে ‘মেটা-ট্যাগ’ হিসেবে ব্যবহার করা হয়েছে। এছাড়াও বেশ কিছু মানুষ ট্রাম্পের ছবি আপলোড করেছেন, ছবিগুলো সেভ করা হয়েছিল ‘ইডিয়ট’ নামে!

ট্রাম্পের সফর নিয়ে লন্ডনে প্রতিবাদ সমাবেশ সম্পর্কে তিনি বলেন, পরবর্তীতে তিনি লন্ডন নাও যেতে পারেন। কোথাও ‘আনওয়েলকামড’ হলে তিনি যেতে বাধ্য নন।

এ জাতীয় আরও খবর

আর্জেন্টিনায় দেখা মিলল ৯২০ কেজির এমবাপ্পেকে!

রোনালদোর জার্সি কিনতে কত টাকা লাগে?

ব্রাজিলিয়ান ফুটবলারের মাকে অপহরণ (ভিডিও)

দু’দিন পর জ্যামাইকায় পৌঁছালেন মাশরাফি

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা ‘এ’ দল

‘অন্ধকার গুহায় ১০ দিন আমরা শুধু পানি খেয়েছি’