বৃহস্পতিবার, ১৯শে জুলাই, ২০১৮ ইং ৪ঠা শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

ভারতে ভবনধসে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির নিকটবর্তী গ্রেটার নয়দা এলাকায় দু’টি বহুতল ভবন ধসে অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে শাহবেরি এলাকায় ভবনধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ইতোমধ্যে সেখানে উদ্ধারাভিযান শুরু করেছে ভারতের দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ)। উদ্ধারকাজে সহায়তা করছে একটি ডগ স্কোয়াড। ভবনের ভেতর এখনও আটকে আছেন বহু মানুষ। তাদের জীবিত উদ্ধার করার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন এনডিআরএফ কমান্ডার পিকে শ্রিভাস্তাভা। তবে ভবনের ধ্বংসস্তুপের নিচে ঠিক কতজন আটকা পড়ে আছেন তার সঠিক তথ্য এখনও জানা যায়নি।

এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, এদিন রাতে চারতলার একটি বহুতলের উপর ভেঙে পড়ে পাশের নির্মীয়মাণ ছ’তলা বিল্ডিং। চারতলা বিল্ডিংয়ে প্রায় ১৮টি পরিবারের বাস ছিল বলে জানা গিয়েছে। কমপক্ষে ৩০-৩৫ জনের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। অভিযোগ, দুর্ঘটনার পর পুলিশ আসতে দেরি করে। অনেক পরে উদ্ধারকাজ শুরু হয়। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসককে পুরো বিষয়টি দায়িত্ব নিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রাদেশিক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী কে পি মৌর্য।

অতিরিক্ত জেলাশাসক গৌতম বুদ্ধ নাগর জানান, কেমন করে এই দুর্ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে আগে বহুতলের ধ্বংসস্তূপের তল্লাশি প্রয়োজন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশকর্মীরা একসঙ্গে মিলে সেটাই করছেন। ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। ডগ স্কোয়াডও রয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজন প্রোমোটার ও বাকি দু’জন তার সঙ্গী বলে জানা গিয়েছে।

এ জাতীয় আরও খবর

রাশিয়ার গুপ্তচরকে বিষপ্রয়োগে জড়িতরা চিহ্নিত

পুতিন ব্যক্তিগতভাবে নির্বাচনে হস্তক্ষেপের জন্য দায়ী : ট্রাম্প

কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ৬৫ দশমিক ৪২, জিপিএ-৫ পেয়েছে ৯৪৪ জন (ভিডিও)

স্বামীর বিরুদ্ধে ‘ওরাল সেক্সের’ অভিযোগে সুপ্রিম কোর্টে স্ত্রী

১১৩ বছর পূর্বে স্বর্ণ নিয়ে ডুবে যাওয়া রুশ যুদ্ধ জাহাজের সন্ধান!

ফ্লোরিডায় দুই প্রশিক্ষণ বিমান মুখোমুখি সংঘর্ষে নিহত ৪