বৃহস্পতিবার, ১৯শে জুলাই, ২০১৮ ইং ৪ঠা শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আমিরুল ইসলাম পচা (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হরিনাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৬ ঝিনাইদহের কোম্পানী কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ জানান, জেলার হরিনাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া নামক স্থানে র‌্যাবের চেকপোস্ট চলছিল। এ সময় ডাকাত সদস্যরা র‌্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। পরে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় ৩০ মিনিট বন্দুকযুদ্ধ চলার পর ডাকাতরা পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আমিরুল ইসলাম পচাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি শুটার গান, দুই রাউন্ড গুলি ও হাশুয়া উদ্ধার করা হয়েছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

এইচএসসিতে গড় পাস ৬৬.৬৪%

চবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধনে ছাত্রলীগের হামলা

আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৬

সোনার গরমিল, দ্রুত সমাধানে গভর্নর ও এনবিআরকে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

বারান্দায় স্বামীর, ঘরে স্ত্রী-কন্যার গলাকাটা লাশ

কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ৬৫ দশমিক ৪২, জিপিএ-৫ পেয়েছে ৯৪৪ জন (ভিডিও)