ঈদ আনন্দে মেতেছে রোহিঙ্গা শিশুরা
নিউজ ডেস্ক : হাজারো কষ্টের পরেও কুতুপালং শিশুদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরের খেলার মাঠে বসানো হয়েছে কয়েকটা নাগরদোলা আর বেশ কয়েকটা দোকান। ঈদ উপলক্ষে প্রতিবছরই এমন আয়োজন করা হয়।
কুতুপালং নিবন্ধিত শরণার্থী শিবিরের বাসিন্দা আলী জানান, নিজে আনন্দ করতে না পারলেও বাচ্চাদের আনন্দই আমাদের আনন্দ।
আরও : ৭১ বিলিয়ন ডলারে ফক্স কিনছে ওয়াল্ট ডিজনি
কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বললে জানা যায়, নিজেরা নতুন জামা-কাপড় নিতে না পারলেও তারা চেষ্টা করেছেন সন্তানদের ঈদের আনন্দ উপভোগের সুযোগ করে দেয়ার।
এদিকে এতো প্রতিকূলতার মধ্যেও ঈদে রোহিঙ্গা শিশুদের মুখে হাসি ফুটানোর জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে সেটিতে অনেকে খুশি হয়েছেন রোহিঙ্গারা। তারা সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তারা বলছে, সরকার তাদের যে আশ্রয় দিয়েছে, ঈদ নামাজ ও উদযাপন করার সুযোগ দিয়েছে এতে তারা আল্লার কাছে শুকরিয়া আদায় করছেন এবং বাংলাদেশ সরকারের জন্য মন থেকে দোয়া করেছেন।
এসএস
এ জাতীয় আরও খবর

পরীক্ষামূলকভাবে সার্বজনীন পেনশন ব্যবস্থা চালুর উদ্যোগ আগামী অর্থবছরেই

রোহিঙ্গাদের পরিবারভিত্তিক তালিকা তৈরি কাজ শুরু চলতি মাসেই

খুলনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৫

মাদকাসক্তি থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে যোগব্যয়াম কার্যকর: সেতুমন্ত্রী

‘পুলিশ ম্যানেজ করেই কারবার করতে হয়, তয় ঝামেলায় পড়লে আর চিনে না’
