শরণার্থী শিশুদের দায়িত্ব পুরো পৃথিবীকে নিতে হবে : প্রিয়াঙ্কা চোপড়া
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ সংস্থা ইউনিসেফের শুভেচ্ছা দূত ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, শরণার্থী শিশুদের দায়িত্ব পুরো পৃথিবীকে নিতে হবে। কারণ তাদের যাওয়ার কোনো জায়গা নাই। হৃদয় খুলে দিন। আপনারা মনে সহমর্মিতা আনুন। আমাদের নিজেদের শিশুদের মতো এই শিশুদের দেখুন।
কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির ঘুরে এসে বৃহস্পতিবার ঢাকার লা মেরিডিয়ান হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আরও : ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটসে স্পিকার হলেন আয়াছ মিয়া
প্রিয়াঙ্কা চোপড়া বলেন, আগামী বিশ্বের ভবিষ্যৎরা খুব বাজে অবস্থায় আছে। যারা আগামীতে বিশ্বকে নেতৃত্ব দেবে তারা আজ পরিবারের সঙ্গে ঘুমোতে পারছে না, তাদের সামনে এমন নৃশংসমূলক কর্মকাণ্ড ঘটেছে। যেগুলো তারা মুছে ফেলতে পারছে না, ঘুমের মধ্যেও তারা ভয় পাচ্ছে এমন পরিস্থিতি কী ভাবা যায়। আমাদের এ বিষয়ে এখনই সোচ্চার হতে হবে। শিশুদের অধিকার প্রতিষ্ঠায় এখনই সকলকে এগিয়ে আসতে হবে।
জাতিসংঘ সংস্থা ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে সোমবার বাংলাদেশে আসেন প্রিয়াঙ্কা। গত চার দিনে তিনি উখিয়া ও টেকনাফের ১০টি শরণার্থী ক্যাম্প এবং সীমান্তের কাছের রোহিঙ্গা আগমনের ট্রানজিট পয়েন্ট ঘুরে দেখেন।
এর আগে বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সাক্ষাৎকালে প্রিয়াঙ্কা চোপড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোহিঙ্গাদের নানা সংকটের কথা তুলে ধরেন পাশাপাশি রোহিঙ্গা শিশুদের অধিকার প্রতিষ্ঠায় নিজের প্রতিশ্রুতি তুলে ধরেন।