সরকারের আজ্ঞাবহ ক্যাঙ্গারু কোর্ট সাগরকে কারাগারে পাঠিয়েছে : যুবদল
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এক বিবৃতিতে বর্তমান অনির্বাচিত অবৈধ স্বৈরাচারী সরকার কর্তৃক দায়ের কৃত মিথ্যা মামলায় হাজিরা দিতে গেলে সরকারের আজ্ঞাবহ ক্যাঙ্গারু কোর্ট খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাগর কে জামিন নাদিয়ে এই পবিত্র রমজান মাসে স্বৈরাচারের কারাগারে প্রেরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে যুবদল নেতারা এসব কথা বলেন।
আরও : ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটসে স্পিকার হলেন আয়াছ মিয়া
বিবৃতিতে নেতৃদ্বয় ঝিনাইদহ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহসান হাবীব রনকের বাড়িতে পুঃনরায় পুলিশ কর্তৃক তল্লাশী আসবাবপত্র ভাংচুর, বাড়ির মহিলা সদস্যদের সাথে অসালীন আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন আমরা লক্ষ্য করছি খুলনা ও ঝিনাইদহ পুলিশ প্রশাসন তাদের প্রভূদের খুশি করার জন্য যুবদলের নেতা কর্মীদের উপর ধারাবাহিক ভাবে জুলুম নির্যাতন অব্যাহত রেখেছে। আমরা এই নির্যাতন বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাই আপনারা এসব অপকর্ম বন্ধ করুন অন্যথায় পরিনাম শুভ হবেনা।
নীরব টুকু অবিলম্বে সাগরের মুক্তি এবং রনকের বাড়িতে হামলাকারীদের বিচারের দাবি জানান।