ক্রসফায়ারে হত্যা বিনা বিচারে হত্যার সামিল : জেএসডি
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেছেন, মাদক ব্যবসায়ী হিসাবে সন্দেহভাজনদের ক্রসফায়ারে হত্যার পরিবর্তে গ্রেফতার ও বিচারের মাধ্যমে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। ক্রসফায়ারে হত্যা বিনা বিচারে হত্যার সামিল। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে জেএসডি’র নেতৃদ্বয় এসব কথা বলেন।
আরও : ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটসে স্পিকার হলেন আয়াছ মিয়া
জেএসডি’র নেতৃদ্বয় বলেন, ক্রসফায়ারে হত্যা মাধ্যমে অনেক নিরপরাধ ও আক্রোশ বশত: অনেক প্রতিপক্ষের লোকও হত্যার শিকার হতে পারে। এটা সম্পূর্ণরূপে ন্যায় বিচার ও মানবাধিকারের পরিপন্থী। অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনতে পারা আমাদের আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর অদক্ষতা হিসাবেই দেশে ও বিদেশে বিবেচিত হবে।
নেতৃদ্বয় আরও বলেন, মাদক বিরোধী অভিযান প্রশংসনীয় হলেও প্রক্রিয়াগত কারনে তা যাতে উদ্দেশ্যমুলকভাবে বিরোধী পক্ষকে দমন করার কৌশল হিসাবে বিবেচিত না হয় তার জন্যই সরকারকে ক্রসফায়ার পদ্ধতি বন্ধ করতে হবে।
এ জাতীয় আরও খবর

ক্ষমতায় টিকে থাকার দেনদরবার করতে ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী: রিজভী

দুই মামলায় খালেদা জিয়ার জামিন আদেশ দুপুর ২টায়

বিএনপির জন্ম হয়েছে বঙ্গবন্ধুর হত্যার মধ্যদিয়ে: আহমদ হোসেন

‘আ.লীগ আকাশ-পাতাল জয় করতে পারলেও জনগণের মন জয় করতে পারেনি’
