দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন সংস্থায় নাজিব
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক বৃহস্পতিবার সকালে দেশটির দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) প্রধান কার্যালয়ে যান। সেখানে তিনি দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছেন।
স্থানীয় সময় পৌনে ১০টার দিকে সাবেক এই নেতা এমএসিসি কার্যালয়ে হাজির হন। কাল স্যুট পরা নাজিব এ সময় স্মিত হাসছিলেন। তিনি ভবনে প্রবেশের আগে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন।
আরও : ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটসে স্পিকার হলেন আয়াছ মিয়া
২০১১ সাল থেকে ২০১৩ সালের মধ্যে নাজিবের ব্যক্তিগত ব্যাংক হিসাবে ৪২ মিলিয়ন রিঙ্গিত (১০দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার) অর্থ জমা হয়।
নাজিব গত মঙ্গলবার প্রথমবারের মত এমএসিসি কার্যালয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন।